MS Access Bangla Tutorial Book PDF Download:
MS Access কি?
Microsoft Office এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে Microsoft Access. এটি একটি ডাটাবেজ প্রোগ্রাম। যদিও আমরা Microsoft Access -এ ডাটা এন্ট্রি সম্পাদন করা যায়। কিন্তু AccessB হচ্ছে মূল ডাটাবেজ প্রোগ্রাম। এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাটাবেজ প্রোগ্রাম। এটি আকারের দিক থেকে ছোট প্রোগ্রাম হলেও কাজের ক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী একটি প্রোগ্রাম।
MS Access এর কাজ কি?
ব্যাংক, বীমা, ডিপার্টমেন্টাল স্টোর, বড় হাসপাতাল ইত্যাদিতে ব্যবহৃত ডাটাবেজ সংরক্ষন, অ্যানালাইসিস, হিসাবরক্ষন ইত্যাদিতে ব্যবহার করার জন্য Access সত্যিই জনপ্রিয়, শক্তিশালী, সংরক্ষিত একটি প্রোগ্রাম। অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম, যেমন- ডিবেজ, ফক্সপ্রো, ফক্স বেজ, সাইবেজ ইত্যাদি ডাটাবেজ প্রোগ্রামকে পেছনে ফেলে Access এখন সবার উপরে। কোন কোন ক্ষেত্রে এটি SQL বা ORACLE এর বিকল্প হিসেবে সমন্বয় ঘটিয়ে খুব শক্তিশালী ডাটাবেজ অ্যাপ্লিকেশন তৈরী করা সম্ভব।
Data Entry -এর ক্ষেত্রে MS Access এর ভূমিকাঃ
Access এর মাধ্যমে আপনি নিজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানসহ যেকোন ডাটাএন্ট্রির কাজে ব্যবহার করতে পারেন। Access দ্বারা বিভিন্ন ধরণের টেবিল ও ডাটাবেজ তৈরী করা যায় যা অসংখ্য টেবিলের সাথে সম্পর্ক যুক্ত এবং সবধরণের গাণিতিক বা নিউমেরিক্যাল গণনা আপনা থেকেই সম্পাদিত হয়। বিভিন্ন উপায়ে নানা ধরণের জটিল শর্তের ভিত্তিতে বিশাল ডাটাবেজ থেকে ক্যালকুলেশন করে কাঙ্খিত ডাটাকে মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির করা সম্ভব। প্রচুর ফরমেটের রিপোর্ট ও মেইলিং লেবেল তৈরী করে প্রিন্ট করা যায়। এছাড়াও বিভিন্ন রিপোর্টে পছন্দমত চার্ট, ছবি ইত্যাদি সংযোজন করা যায়।
MS Access Bangla Tutorial Book PDF হাইলাইটঃ
Book Name |
MS Access Tutorial |
Book Author | Tanbir |
Book Langauge | Bangla/Bengali |
Book Format | |
Book Size | 5MB |
You Might Be Also Like:
MS PowerPoint Tutorial PDF Download in Bengali
MS Excel Formula Bengali PDF Free Download
Computer Hardware, Software(হার্ডওয়্যার, সফটওয়্যার) Learning Bengali PDF